পঞ্চগড় জেলায় প্রায় বয়সের মানুষের চিত্তাকর্ষণ ও বিনোদনের জন্য জেলায় সরকারি ও বেশরকারি উদ্যোগে উদ্যোগে গড়ে উঠেছে বেশকিছু স্থান। সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য রয়েছে জেলা শীল্পকলা একাডেমি, জেলা শিশু একাদেমি, নজরুল পাঠাগার। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম সহ জেলায় প্রায় ৯৭ খেলাধুলা উপযোগী মাঠ যেমন রয়েছে তেমনি চিত্তাকর্ষনের জন্য রয়েছে ডি.সি পার্ক, হিমালয় পার্ক, সীমান্ত ক্যান্টিন, ট্র্যাফিক পুলিশ ক্যান্টিন ইত্যাদি। জেলায় বেশ কিছু পিকনিক স্পট। এছাড়া আছে কয়েকটি ঐতিহাসিক স্থান আছে।
পঞ্চগড় জেলার দর্শনীয় স্থানসমূহ হল- (বিস্তারিত জানতে নামে ক্লিক করুন)
পঞ্চগড় জেলার দর্শনীয় স্থানসমূহ
Reviewed by admin
on
মার্চ ২৬, ২০১৮
Rating:

কোন মন্তব্য নেই: